নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরসহ ভিবিন্ন হাওরে এবার বোরোর বাম্পার ফলন হলেও এলাকায় ধান কাটার শ্রমিক স্বল্পতা ও ধানের মূল্য কম থাকাসহ নানান সমস্যায় এলাকার কৃষকরা এবার দিশেহারা হয়ে পড়েছেন।গতকাল শনিবার সরেজমিনে উপজেলার ডিঙ্গাপোতা হাওর পাড়ের জৈনপুর, শ্যামপুর, রামপাশা, সিয়াধার...